Header Ads

test

পাকুন্দিয়া উপজেলার নাম করণের ইতিহাস,কিশোরগঞ্জ।


🌍 পাকুন্দিয়ার নামকরণ °°🌈






"পাকুয়ান দেহ" থেকে পাকুন্দিয়া
পাকুন্দিয়া বাজারের দক্ষিনাংশে মির্জাপুর-
পাকুন্দিয়া রোডের পশ্চিমপার্শ্বে মলং শাহ
নামে একজন আউলিয়া দরবেশের মাজার আছে।

তিনি মধ্যযুগে এ এলাকায় ইসলাম ধর্ম প্রচারের
oজন্য এসেছিলেন। কেউ কেউ বলেন তিনি এগার
সিন্দুরে আগত ১১জন আউলিয়ার অন্যতম একজন
ছিলেন। বর্তমান মাজার স্থলে তিনি অবস্থান
করতেন। এই মলংশাহ দরবেশের পাকুন(পবিত্র)+দেহ থেকে "পাকুয়ান দেহ" অর্থাৎ উর্দু
ভাষী শব্দে 'পাকওয়ান দেহ'
যা লোকমুখে উচ্চারণ বিবর্তনের
ফলে পাকুন্দিয়া শব্দে রূপ নেয় এবং এ অঞ্চলের
নামকরণ হয় পাকুন্দিয়া।

"পাকুড়" থেকে পাকুন ও "দিয়া"মিলে পাকুন্দিয়া
বহু ভাষাবিদ ও গবেষক ডঃ সুকুমার সেনের
মতে 'পাকুন ও দিয়া' এ দ্থুটো শব্দ মিলে এo
এলাকার নাম হয়েছে পাকুন্দিয়া।

'পাকুন'
অর্থাৎ পাকুড় গাছ'আর "দিয়া' অর্থ
দুপাশে নদী বা খাল অর্থাৎ জলাভুমি বেষ্টিত
টিলাভূমি বা উঁচু স্থান। তাঁর মতে এই অঞ্চলের
দু পাশে খাল-নদী বেষ্টিত উঁচু স্থানে প্রচুর
'পাকুড় গাছ' ছিল।

 'পাকুন' শব্দটি 'পাকুড়'
শব্দের বিবর্তিত রূপ; এই বিবর্তিত শব্দ পাকুন
এবং এখানকার ভৌগলিক পরিবেশ 'দিয়া' মিলে এ
এলাকার নামকরণ 'পাকুন্দিয়া' হয়েছে।



Edit: Faysal Ahmed Prodip Himu.



( উক্ত তথ্য সম্পর্কে আপনার মাতামত, সংশোধন, পরিবর্ধন বা পরিবর্তনের প্রয়োজন হলে আমাদের কমেন্ট করে জানান।)

No comments

Thank you for your comment..