প্রচলিত ইন্টারভিউ টিপসঃ ইন্টারভিউ এর পোশাক নির্বাচন এর গুরুত্ব।
প্রচলিত ইন্টারভিউ টিপসঃ ইন্টারভিউ এর পোশাক নির্বাচন এর গুরুত্ব।
আপনার যথাযথ যোগ্যতা ও অভিজ্ঞতা ছাড়াও ইন্টারভিউ এ গুরুত্বপূর্ণ হল আপনি কি পরিধান করেছেন আর নিজেকে কিভাবে উপস্থাপন করছেন। এক গবেষণায় দেখা গিয়েছে, সাধারণত বেশির ভাগ মানুষ একে অপর কে বিচার করে সে কি ধরনের পোশাক পরিধান করেছেন তার উপর। আসলে আমাদের প্রত্যকের কাছে ইন্টারভিউ একটি চ্যালেঞ্জিং ও গুরুত্বপূর্ণ বিষয় । ইন্টারভিউ এর জন্য প্রচলিত প্রশ্ন সমুহের সম্ভাব্য উত্তর ও অন্যান্য প্রস্তুতি পর্ব ছড়াও ইন্টারভিউ এ বাহ্যিকভাবে কিভাবে নিজেকে উপস্থাপন করবেন সে সম্পর্কে প্রস্তুতি গ্রহন করা আবশ্যক।
পুরুষ প্রার্থীদের জন্যঃ
ব্যবস্থাপনা বা ম্যানেজারিয়াল পর্যায় এর চাকরীর জন্য আপনার অবশ্যই উচিত স্যুট পরিধান করা।আইটি কোম্পানী তে ইন্টারভিউ এর জন্য পরিষ্কার ক্যাসুয়াল পোশাক মানিয়ে যাবে।হাল্কা কালার এর ফুলহাতা শার্ট ও সংগে মানানসই টাই আপনার ব্যক্তিত্ব কে ফুটিয়ে তুলবে।জুতার কালার ও বেল্ট এর কালার যেন ম্যাচ করে। এবং পোশাক এ ব্যবহৃত ধাতুসমূহ গুলো যেন খুব বেশি বড় বা চকচকে না হয়।যে পোশাক এ আপনি আরামদায়ক বোধ করবেন তাই পরিধান করুন।পরিহিত পোশাক যেন দাগমুক্ত অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এবং অবশ্য আয়রন করা পোশাক পরিধান করুন।আপানার আকর্ষনীয় উপস্থাপন , আপনার আকর্ষনীয় ব্যবস্থাপনা দক্ষতার পরিচয় দেবে।কড়া পারফিউম কখনই ব্যবহার করবেন না। ইন্টারভিউ এর আগে কখনই ধুমপান করবেন না।কোন ধরনের জুয়েলারি না পড়াই ভালহাতের নখ ভালভাবে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
মহিলা প্রার্থিদের জন্যঃ
আপনি যদি ব্যাবস্থাপনা বা ম্যানেজারিয়াল পর্যায় এর জন্য ইন্টারভিউ এর প্রস্তুতি নিয়ে থাকেন , আপনার জন্য যে কোন ফরমাল পোশাক পরিধান করতে পারেন যেমন, প্যান্ট এর সাথে স্যুট অথবা নরমাল কামিজ বা টপস পরিধান করতে পারেন।আটশাট পোশাক পরিধান থেকে বিরত থাকুন। পরিহিত পোশাক যেন আরামদায়ক হয় সেদিকে খেয়াল রাখুন।জাকজমক পোশাক এড়িয়ে চলুন, যেমন, গাউন অথবা লম্বা স্কার্ট।সাধারণ ডিসাইন এর পোশাক নির্ধারন করুন, এনিমেল প্রিন্ট এর অথবা হিজিবিজি প্রিন্ট এর পোশাক পরিধান থেকে বিরত থাকুন।পোশাকটি যেন পরিষ্কার, ও আয়রন করা থাকে সেদিকে খেয়াল রাখুন। কুচকানো এলোমেলো পোশাক পরিহার করুন।হাতের নখ খুব বড় না রাখাই ভাল।সামঞ্জস্যপূর্ণ জুয়েলারী পরুর, অধিক জাঁকজমকৃত জুয়েলারী পরিহার করুন।কড়া পারফিউম ব্যবহার এড়িয়ে চলুন।
কি ধরনের রং নির্বাচন করবেনঃ
উজ্জ্বল রং পরিহার করুন।পুরুষ প্রার্থীগন কালো, নীল, ধুসর নির্বাচন করতে পারেন।ছেলেদের ফুল হাতা সাদা অথবা নীল শার্ট মানানসই।ছেলেদের জুতা ও বেল্ট যেন একই রং এর হয় সেদিকে খেয়াল রাখুন।যদি টাই পরিধান করে থাকেন, অবশ্যই যেন শার্ট এর সাথে মানানসই হয়।ছেলেদের জন্য জুতা ও মোজার রং যেন ম্যাচ করে খেয়াল রাখবেন।মেয়েদের পোশাক যেন খুব বেশি উজ্জ্বল রং এর না হয়।যদি শেষ মুহূর্ত পর্যন্ত রং নির্বাচন করতে না পারেন তাহলে সাদা রং কে নির্বাচন করুন।
চুলের স্টাইল কেমন হওয়া ঃ
সঠিকভাবে পোশাক পরিধান অত্যন্ত গুরুত্বপূর্ন সেই সাথে চুলের স্টাইলটিও পরিপাটি হওয়া উচিত। ছেলে ও মেয়ে উভয়ের জন্যই চুল পরিপাটি হওয়া উচিত। ছেলেরা ছোট করে চুল কেটে তা সুন্দরভাবে পরিপাটি করে নিন। মেয়েরা লম্বা চুল কে কে পনিটেল, খোপা করে নিতে পারেন।
নিয়োগকর্তাগন যেন আপনাকে মনে রাখেন সেই ভাবেই নিজে কে তাদের সামনে উপস্থাপন করুন।
Post a Comment