Header Ads

test

আঠারবাড়ি জমিদার বাড়ি,ময়মনসিংহ।

     আঠারবাড়ি জমিদার বাড়ি কালের নীরব                                      সাক্ষী।






"এই ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার অন্যতম একটি জনপদের নাম আঠারবাড়ি ।
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আঠার বাড়ি জমিদার বাড়িতে এসেছিলেন, নেমে ছিলেন আঠার বাড়ি ষ্টেশানে।

এখানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বাড়িটি।  আঠারবাড়ি জমিদার বাউপজেলা সদর হতে প্রায় ১৪ কিলোমিটার পূর্বে বর্তমানে পরিত্যক্ত। এখনো দেখা যায় বাড়ির সীমানায় বাহিরে মাটির নিচে গর্ত খুড়ে ইট,  সুরকি তুলে নিচ্ছে সাধারন মানুষ।


দৃষ্টিনন্দন, সুবিশাল জমিদার বাড়ির স্মৃতিচিহ্ন এখন বিলুপ্তির পথে । অপরূপ ,  কারুকার্যময় এ রাজবাড়িটির বয়স প্রায় আড়াইশ বছর। জানা যায়, ১৯৭৩ খৃষ্টাব্দ পর্যন্ত মোমেনশাহী (ময়মনসিংহ) পরগনা রাজশাহী কালেক্টরেটের অধীনে ছিল।

 সে সময় মহারাজ রামকৃষ্ণের জমিদারি খাজনার দায়ে নিলামে উঠলে এ পরগনাটি 'খাজে আরাতুন' নামে এক আর্মেনীয় ক্রয় করেন। ১৮২২খৃষ্টাব্দে আরাতুনের ২ মেয়ে বিবি কেথারিনা, বিবি এজিনা ও তার ২ আত্মীয় স্টিফেন্স ও কেসপার্জ প্রত্যেকে ৪ আনা অংশে এ পরগনার জমিদারি লাভ করেন।

১৮৫৩ খৃষ্টাব্দে আঠারবাড়ির জমিদার শম্ভুরায় চৌধুরী, বিবি এজিনার অংশ মতান্তরে কেসপার্জের অংশ ক্রয় করেন। পরে মুক্তাগাছার জমিদার রামকিশোর চৌধুরীর জমিদারি ঋণের দায়ে নিলামে উঠলে তা শম্ভুরায় চীেধুরীর পুত্র মহিম চন্দ রায় চৌধুরী কিনে নেন। জমিদারি প্রতিষ্ঠার পর তাদের আয়ত্তে আসে উত্তরে গৌরীপুরের রাজবাড়ি।


 পশ্চিমে রামগোপালপুর, ডৌহাখলা দক্ষিণে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর ও নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা। তাছাড়া বৃহত্তর ময়মনসিংহের জামালপুর জেলার বেশ কয়েকটি মৌজা ছিল এ জমিদারের দখলে।

কিশোগঞ্জ শহরে জমিদারের  ভবন টি ছিল খাজনা আদায়ের জন্য, যাহা এখনো আঠার বাড়ি কাচারি হিসেবে পরিচিত। এছাড়া, ময়মন সিংহ শহরে
আঠার বাড়ি নামে, একটি বাড়ি এখনো আছে।
প্রতি বছরের নির্দিষ্ট সময়ে এসব জেলা শহরে স্থাপিত আঠারবাড়ি কাচারি বাড়িতে নায়েব উপস্থিত হয়ে খাজনা আদায় করতেন। আজও এসব কাচারি " আঠারবাড়ি ভবন " নামে নিজ নিজ জেলায় পরিচিতি পেয়েছে। জমিদার বংশের উপাধি 'রায়' থেকে পরবর্তীতে উপজেলার অন্যতম প্রধান ব্যবসাকেন্দ রায় বাজারের নামকরণ করা হয়।


বর্তমানে, এই বিশাল এলাকা নিয়ে এই বাড়ির অবস্হান, নামে বেনামে, কিছু কলেজের নামে
দখল অবস্হা হয়ে ধবংসের নামে বিলিনের শেষ
প্রান্তে প্রায়। কাঠের পাঠাতন  গুলি ভেংগে পরে
ওলয়ের  খাবার হচ্ছে। এখনো এ বাড়ির টা মেরামতের কাজ হাতে নিলে, হয়তবা যুগ থেকে
 যুগ থাকবে ইতিহাস নিয়ে """


🌴🌴আমাদের_সেই_আঠারবাড়ি,ময়মনসিংহ  ।🌴


(উক্ত তথ্য সম্পর্কে আপনার মাতামত, সংশোধন, পরিবর্ধন বা পরিবর্তনের প্রয়োজন হলে আমাদের কমেন্ট করে জানান।)

                       
               

No comments

Thank you for your comment..