Header Ads

test

কিশোরগঞ্জ সদর উপজেলা,কিশোরগঞ্জ।


  কিশোরগঞ্জ সদর  উপজেলা,কিশোরগঞ্জ।






অবস্থান:
কিশোরগঞ্জ সদর উপজেলা ( কিশোরগঞ্জ জেলা ) আয়তন: ১৯৩.৭৩ বর্গ কিমি। অবস্থান: ২৪°২১´ থেকে ২৪°৩২´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৪২´ থেকে ৯০°৫২´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে নান্দাইল উপজেলা, দক্ষিণে পাকুন্দিয়া ও কটিয়াদি উপজেলা, পূর্বে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা, পশ্চিমে হোসেনপুর ও নান্দাইল উপজেলা।


প্রশাসনঃ
প্রশাসন কিশোরগঞ্জ সদর থানা গঠিত হয় ১৮৬০ সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারি। কিশোরগঞ্জ পৌরসভা গঠিত হয় ১৮৬৯ সালে।
এই উপজেলার ১১টি ইউনিয়ন হচ্ছে -
1. রশিদাবাদ,
2. লতিবাবাদ,
3. মাইজখাপন,
4. মহিনন্দ,
5. যশোদল,
6. বৌলাই,
7. বিন্নাটি,
8. মারিয়া,
9. চৌদ্দশত,
10. কর্শাকড়িয়াইল
11. দানাপাটুলী

নাম করণঃ
অষ্টাদশ শতাব্দীর শেষ প্রামেত্মও কিশোরগঞ্জ এলাকাটি কাটাখালী নামে সমধিক পরিচিল ছিল। এ থেকে ধারণা করা হয় উনবিংশ শতাব্দীর প্রথম ভাগেই কিশোরগঞ্জ এর নামকরণটি হয়েছে। তাছাড়াও জনশ্রম্নতি রয়েছে কিশোরগঞ্জ শহরের বত্রিশ মেলাবাজার এলাকার বিখ্যাত প্রামাণিক পরিবারের প্রতিষ্ঠাতা কৃষ্ণ দাস প্রামাণিকের ৬ষ্ঠ পুত্র ব্রজ কিশোর প্রামাণিক নরসুন্দা নদীর দুই তীরে ‘গঞ্জ’ বা হাট প্রতিষ্ঠা করেন। সে থেকে ব্রজ কিশোর প্রামাণিকের ‘কিশোর’ এবং প্রতিষ্ঠিত ‘গঞ্জ’ এ দুইয়ের সমন্বয়ে জনপদটির নাম কিশোরগঞ্জ হয়েছে।

মুক্তিযুদ্ধের স্মৃতিঃ
মুক্তিযুদ্ধের ঘটনাবলি ১৯৭১ সালে পাকবাহিনী এ উপজেলার বিভিন্ন গ্রামে ব্যাপক গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। যশোদলের বড়ইতলায় পাকসেনারা ৩৬০ জন নিরীহ লোককে নির্মমভাবে হত্যা করে।
মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন বধ্যভূমি ৭ (যশোদল বরইতলা ও সুগার মিল এবং সিদ্ধেশ্বরী নদীঘাট); শহীদ স্মৃতিস্তম্ভ ১ (গুরুদয়াল সরকারি কলেজ)।

ধর্মীয় প্রতিস্ঠানঃ
ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ ৩৪১, মাযার ৭, মন্দির ১৫, গির্জা ১, আখড়া ১৪। উল্লেখযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠান :শহীদি মসজিদ, পাগলা মসজিদ, হয়বতনগর মসজিদ, কাতিয়ারচর নিজামউদ্দিন আউলিয়ার মাযার।





স্বাক্ষরতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানঃ
শিক্ষার হার, শিক্ষা প্রতিষ্ঠান গড় হার ৪৮.৪%; পুরুষ ৫১.৪%, মহিলা ৪৫.৪%। কলেজ ৫, হোমিওপ্যাথিক কলেজ ১, টিচার্স ট্রেনিং কলেজ ১, কারিগরি কলেজ ১; মাধ্যমিক বিদ্যালয় ২৭, প্রাথমিক বিদ্যালয় ১৮০, মাদ্রাসা ৩৭। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ (১৯৪৩), সরকারি মহিলা কলেজ (১৯৬৯), কিশোরগঞ্জ ওয়ালী নেওয়াজ খাঁন কলেজ (১৯৮২), আলহাজ্ব আবদুল কুদ্দুস হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল (২০০২), কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় (১৮৮১), আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় (১৯১৬), এস ভি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় (১৯৪৩), টুটিয়ারচর মাজহারুল উলুম দাখিল মাদ্রাসা (১৯০৩), আউলিয়া পাড়া ফাজিল মাদ্রাসা (১৯২১), বিরবরুল্লা আদর্শ দাখিল মাদ্রাসা (১৯২৮)।




জনসংখ্যা :
৩৪৮৩৮২; পুরুষ ১৭৮৪৬৪, মহিলা ১৬৯৯১৮। মুসলিম ৩২৮৫৬৫, হিন্দু ১৯৫৫১, বৌদ্ধ ৮১ এবং অন্যান্য ১৮৫।

প্রধান পেশাসমূহঃ
কৃষি ৩৫.৭৭%,শিল্পকারখানা ১.২২%,কৃষি মজদুরি ১৭.৫৬%,দিনমজুর ৩.৪১%, ব্যবসায় ১৫.২২%, যানবাহন ৪.৯৭%, চাকুরী ৮.৭২%, অন্যান্য১১.৫৬%,স্থাপনা ১.৫৭%।





সাংস্কৃতিক সংগঠনঃ
সাংস্কৃতিক প্রতিষ্ঠান ক্লাব ২৫, লাইব্রেরি ৫, সিনেমা হল ৬, খেলার মাঠ ৩০।


জমির ব্যবহারঃ
কৃষিভূমির মালিকানা ভূমিমালিক ৪৭.৭৭%, ভূমিহীন ৫২.২৩%। শহরে ৪৬.৪১% এবং গ্রামে ৪৮.১১% পরিবারের কৃষিজমি রয়েছে।

ফসলঃ
প্রধান কৃষি ফসল ধান, গম, ভুট্টা, আলু, বাদাম, ডাল, সরিষা, পান, পিঁয়াজ, বেগুন।

বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় ফসলাদি নীল, কাউন, তিসি, অড়হর, পাট।
প্রধান ফল- ফলাদি আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, পেয়ারা।

মাছ চাষ, পশুপালন, পোল্ট্রি:
মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগির খামার মৎস্য ৬০, গবাদিপশু ৩৭, হাঁস-মুরগি ৪৩৪, হ্যাচারি ৫।

যোগাযোগ ব্যবস্থাঃ
৭৮.১৬ কিমি, কাঁচারাস্তা ৪০৯.৪৭ কিমি; রেলপথ ১৯.৫ কিমি; রেল স্টেশন ৩; বাস টার্মিনাল ৪; হেলিপ্যাড ২।
বিলুপ্ত বা বিলুপ্তপ্রায় সনাতন বাহন পাল্কি, ঘোড়ার গাড়ি।


বিদ্যুৎঃ
বিদ্যুৎ ব্যবহার এ উপজেলার সবক’টি ইউনিয়ন পল্লিলবিদ্যুতায়ন কর্মসূচির আওতাধীন। তবে ৫৯.৫৬% পরিবারের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।

শিল্পকারখানাঃ
শিল্প ও কলকারখানা টেক্সটাইল মিল, রাইসমিল, প্রিন্টিং প্রেস, অয়েল মিল, স’মিল, বেকারি, আইসফ্যাক্টরি, বিড়িশিল্প, ড্রাইসেল ব্যাটারি কারখানা।


হাট, বাজার, মেলাঃ
হাটবাজার, মেলা হাটবাজার ২২, মেলা ৫। সদর বড়বাজার, নীলগঞ্জ বাজার, পুরান থানা হাট, কাচারী বাজার, সাদুল্লা বাজার, লক্ষ্মীগঞ্জ বাজার, বাউলাই বাজার, গোসাই বাজার ইত্যাদি উল্লেখযোগ্য।


কুটির শিল্পঃ
কুটিরশিল্প স্বর্ণশিল্প, তাঁতশিল্প, লৌহশিল্প, বাঁশশিল্প, বেতশিল্প, মৃৎশিল্প, বুননশিল্প, লোকশিল্প, কাঠের কাজ।

প্রধান নদী সমূহ:
নরসুন্দা, সিংগুয়া ও বাথালী। মানষা বিল, দুয়াসুরা বিল ও মঙ্গলহাট খাল উল্লেখযোগ্য।

পানীয়জলের উৎস নলকূপঃ
পানীয়জলের উৎস নলকূপ ৮৯.৫৭%, পুকুর ১.৩০%, ট্যাপ ১.৯৫% এবং অন্যান্য ৭.১৮%। এ উপজেলার ৩৭.০৭% অগভীর নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিকের উপস্থিতি প্রমাণিত হয়েছে।

স্বাস্থ্য কেন্দ্রসমূহ:
 স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল ৩, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১, পরিবার পরিকল্পনা ক্লিনিক ১০, মাতৃমঙ্গল কেন্দ্র ১, বক্ষব্যাধি হাসপাতাল ১, ডায়াবেটিক হাসপাতাল ১।

গেস্ট হাউজঃ
১টি।




উল্লেখ্যযোগ্য স্থান বা স্থাপনাঃ
ঐতিহাসিক স্থান বলতে এ উপজেলার পাতুয়াইর গ্রামে কবি চন্দ্রাবতীর বাড়ী, বত্রিশ প্রামাণিকের দিঘী ও বাড়ীর ধ্বংশাবশেষ, হয়বতনগর জমিদার বাড়ী, বৌলাই জমিদার বাড়ী, শহরে অবস্থিত ঐতিহাসিক রথখলার ময়দান, আখড়া বাজারস্থ শ্রী শ্রী শ্যাম সুন্দর লক্ষ্মী নারায়ণ আখড়া, দেশের সর্ববৃহৎ শোলাকিয়া ঈদগাহ্ মাঠ, সর্ব প্রাচীন পাগলা মসজিদ, নিজামশাহ এর মাজার ও মসজিদ, যশোদলের রাজা গোবর্ধন কালিকাবাড়ী, পুরানথানাস্থ শহীদি মসজিদ, বিংশ শতকের প্রতিষ্ঠিত আলীম দাদ খান লাইব্রেরী (বর্তমান পাবলিক লাইব্রেরী)।


পত্র-পত্রিকা :
পত্র-পত্রিকা ও সাময়িকী বর্তমান: সাময়িকী সৃষ্টি (১৯৮৬), দৈনিক আজকের দেশ (১৯৯২/৯৩), দৈনিক শতাব্দীর কণ্ঠ (২০০১) সাপ্তাহিক আলোর মেলা (২০০৩), দৃশ্যপট’ ৭১ (২০০৩), দৈনিক আজকের সারাদিন (২০০৪), আলোকিত কিশোরগঞ্জ (২০০৫), দৈনিক কিশোরগঞ্জ (২০০৬) উল্লেলখযোগ্য। অবলুপ্ত: দৈনিক প্রাত্যাহিক চিত্র (১৯৯৭); সাপ্তাহিক: আর্যগৌরব (১৯০৪), কিশোরগঞ্জ বার্তাবহ (১৯২৪), কিশোরগঞ্জ বার্তা (১৯৪৬), কান্ডারী (১৯৭২), কিশোরগঞ্জ বার্তা (১৯৭৪), জনবার্তা (১৯৮৪), প্রকাশ (১৯৮৫), শুরুক (১৯৮৬), দূরবীন (১৯৮৬), কিশোরগঞ্জ বার্তা (১৯৯১), কিশোরগঞ্জ পরিক্রমা (১৯৯১), মনিহার (১৯৯১), কিশোরগঞ্জ সংবাদ (১৯৯১), কিশোরগঞ্জ প্রবাহ (১৯৯১), কথাবার্তা (১৯৯২); পাক্ষিক: নতুন পত্র (১৯৬২), নতুন দেশ (১৯৮১) নরসুন্দা (১৯৮১); মাসিক: আখতার (উর্দু, ১৯২৬), আল হাসান (১৯৯২), ন্যায়দন্ড (১৯৯৬)।

যেভাবে যাবেন :
সবচেয়ে ভালো হলো ট্রেনে যাওয়া। প্রতিদিন সকাল ৭টায় এগারসিন্দুর প্রভাতি (বুধবার বন্ধ) ছাড়ে কিশোরগঞ্জের উদ্দেশে।  ভাড়া ২০০ টাকা। এ ছাড়া গুলিস্তান ফুলবাড়িয়া থেকে বিআরটিসি বাসে করেও  যাওয়া যায়। ভাড়া ২০০ টাকা।  শেয়ারে ভাড়া নেবে জনপ্রতি ১০০ টাকা।


কোথায় থাকবেন :
ভাল ও মাঝারি মানে অনেক হোটেল আছে।অনেক ভাল রেষ্টুরেন্ট ও অাছে।




উক্ত তথ্য সম্পর্কে আপনার মাতামত, সংশোধন, পরিবর্ধন বা পরিবর্তনের প্রয়োজন হলে আমাদের কমেন্ট করে জানান।লেখতে গিয়ে ভূল তাকতে পারে।তাই ভূল গুলো জানালে ভল হয়।





Faysal Ahmed Prodip(Himu).

No comments

Thank you for your comment..